নাজিরপুর

নাজিরপুরে গৃহবধূকে হত্যার অভিযোগঃ জড়িতদের শাস্তির দাবি বাবার

নাজিরপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে ফারজানা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ এনে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে। ফারজানার বাবা মো. হারুন শেখ শুক্রবার নাজিরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। তার বাড়ি উপজেলার রঘুনাথপুর গ্রামে। ফারজানা একই উপজেলার মধ্য জয়পুর গ্রামের আফতার মল্লিকের ছেলে সুমন মল্লিকের স্ত্রী।
লিখিত বক্তব্যে মো. হারুন শেখ অভিযোগ করেন, বিয়ের পর থেকে সুমন মল্লিক ও তার বাবা-মা মিলে ফরজানাকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছে। তাদের চাহিদা মতো বিভিন্ন সময় নগদ টাকাসহ মালামাল দেয়া হয়। এরপরও ৩০ জুলাই ফারজানাকে ৫০ হাজার টাকার জন্য চাপ দেয়। ওই দিন রাতে ফারজানা তাকে ফোনে স্বামীর দাবি করা টাকার কথা জানায়। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও জানায়। পরের দিন ৩১ জুলাই সকালে সুমন মল্লিকের বাড়ির পাশের লোকজন ফোনে জানায়, তার মেয়ে মারা গেছে।
তিনি আরও অভিযোগ করেন, তার মেয়েকে বিষ মিশ্রিত খাবার খাইয়ে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে সুমন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। ওসি মো. মুনিরুল ইসলাম মুনির জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

Comment here