নাজিরপুর

পিরোজপুরে মাটিভাঙ্গায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

নাজিরপুর প্রতিনিধিঃ
বাংলা ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা লাঠিখেলা। পিরোজপুরের নাজিরপুরে উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে গ্রামীন ঐতিহ্যের এ লাঠি খেলা।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে লাঠিখেলা উপভোগ করেন। স্থানীয় উদয়ন ক্লাব এর আয়োজনে অনুষ্ঠিত এ খেলা দেখতে কলেজ মাঠে হাজার হাজার মানুষ ভিড় করে। এর আগে একই মাঠে হা-ডু-ডু ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় খেলোয়াড়রা অংশ নেন। খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, দেশী খেলাকে ধ্বংস করে বিদেশী খেলার প্রতি আকৃষ্ট হওয়া যাবে না। মন্ত্রী আরও বলেন, খেলাধূলা যুব সমাজকে মাদক ও ইভটিজিংসহ সকল প্রকার সামাজিক অপরাধ থেকে দূরে রাখে। এছাড়া খেলাধূলার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন মন্ত্রী।

Comment here