পিরোজপুর সদর

জাতির জনকের আদর্শ বাস্তবায়নের অঙ্গীকারের মধ্যে দিয়ে পিরোজপুরে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস জাতির জনকের আদর্শ বাস্তবায়নের অঙ্গীকারের মধ্যে দিয়ে পিরোজপুরে পালিত হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটি বিনম্র ও শ্রদ্ধায় পালন করেছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৫ আগষ্ট) সকাল ১০ টায় শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আলী মো. সাজ্জাদ হোসেন।সভা শেষে মাননীয় মন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও হামদ/নাত প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সিভিল সার্জন মো. হাসানাত ইউসুফ জাকি, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ প্রফেসর আলী আজম সাবেক জজ আব্দুস সালাম সিকদার, প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, পৌরসভার প্যানেল মেয়র সাইদুল্লাহ লিটন, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, সাবেক ছাত্রলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক। আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাহফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদারসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. শাহজাহান খান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার, অ্যাড. কানাই লাল বিশ্বাস, চাঁন মিয়া মাঝি, মো. রেজাউল করিম শিকদার মন্টু প্রমুখ।

স্বাধীনতার মহান স্থপতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পিরোজপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পিরোজপুর এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শ.ম. রেজাউল করিম,মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এদিকে নারী নেত্রী কাজী রুহিয়া বেগম হাসির উদ্যোগে জেলা মহিলা আওয়ামী লীগের একটি অংশ শহরের সিও অফিস মোড় বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা, দোয়া মোনাজাত এবং কাঙ্গালী ভোজের আয়োজন করে। দুপুরে দুঃস্থদের মাঝে কাঙ্গালী ভোজ বিতরণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি। এসময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট চন্ডিচরণ পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সরদার ফারুক আহমেদ, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাবেক ছাত্রলীগ সভাপতি চান সিকদারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু’র ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়। দুপুর ২টায় জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি’র সভাপতি জসিম উদ্দিন খানের সভাপতিত্বে জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি।

জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শহরে গরীব অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে। শনিবার দুপুরে শহীদ ওমর ফারুক সড়কে খাবার বিতরণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রসাশক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক শফিউল হক মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল পারভেজ রাজা, পৌর স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম আহ্বায়ক হাসান মামুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার রায়হান, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম প্রমুখ।
এদিকে বঙ্গবন্ধু’র ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে্ এদিন বিকেলে পিরোজপুর লেডিস ক্লাবের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

Comment here