নিজস্ব প্রতিবেদকঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগষ্ট
রোববার সকাল ১০টায় শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসসভার মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি, সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানি রহমান এর পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সরকারী সোহরাওয়ার্দী কলেজে, সিভিল সার্জন, সদর উপজেলা পরিষদ, জেলা তথ্য অফিস, সড়ক বিভাগ, এলজিইডি বিভাগ, জেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যসহ ১৫ আগষ্ট সকল শহীদদের প্রতি দোয়া মোনাজাত করা হয়।
পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন ক¶ে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
Comment here