নেছারাবাদ/স্বরূপকাঠি

স্বরূপকাঠিতে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন পণ্ডঃ আহত ৪ঃ জেলা নেতারা এলাকা থেকে ফিরে যেতে বাধ্য হন

স্বরূপকাঠি প্রতিনিধিঃ
স্বরূপকাঠিতে প্রতিপক্ষের হামলা ও মঞ্চ ভাঙচুরের কারণে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন পণ্ড হয়ে গেছে। গতকাল বিকেলে কুড়িয়ানা মাধ্যমিক বিদ্যালয় মাঠের সম্মেলন স্থলের মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর চালায় একপক্ষ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক বিধান চন্দ্র মৈত্রসহ চারজন হামলার শিকার হন। সম্মেলন স্থলে যাওয়ার পথে জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাসসহ নেতারা প্রতিপক্ষের বাধার মুখে মাহমুদকাঠি এলাকা থেকে ফিরে যেতে বাধ্য হন। দলের একপক্ষকে বাইরে রেখে অপর পক্ষ সম্মেলনের আয়োজন করার অভিযোগে ওই হামলার ঘটনা ঘটে বলে জানান স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জহির। পরিস্থিতি সামাল দিতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর সিকদার অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক নির্ধারিত সময় সভা শুরুর প্রস্তুতি নিয়েছিলেন। বিকেল ৪টার সময় স্বরূপকাঠি থেকে ৪০-৫০টি মোটরসাইকেলে একদল যুবক এসে সভাস্থলের মঞ্চ, চেয়ার, টেবিল ভাঙচুর ও নেতাদের লাঞ্ছিত করে। এ সময় উপস্থিত লোকজন আতঙ্কে দিগ্বিদিক ছুটে যাওয়ায় সভা বানচাল হয়ে যায়।

এ বিষয় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস বলেন, সম্মেলনে যাওয়ার পথে মাহমুদকাঠি বাজারে সড়কের ওপর রিকশাভ্যান উল্টে রেখে আমাদের বাধা দেওয়া হয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির কারণে আমরা ফিরে আসতে বাধ্য হই। পরে জেলা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

Comment here