নেছারাবাদ/স্বরূপকাঠি

স্বরূপকাঠিতে গৃহবধুকে আটকে রেখে মারধর

স্বরূপকাঠি প্রতিনিধিঃ|
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার চাদকাঠি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দিপ্তী রানী (৩৫) নামের এক গৃহ বধুকে মারপিট করেছে প্রতিপক্ষ জাকার শেখ ও তার লোকজন। আহত দিপ্তী রানীকে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন দিপ্তী রানী অভিযোগ করে বলেন ওইদিন সকালে তার জমির উপর দিয়ে মাটির রাস্তা বেধে নিচ্ছিলেন প্রতিবেশী জাকার ও তার লোকজন। এ সময় দিপ্তী ওই জমির মাটি কাটার কাজ বন্ধ করতে গেলে তাকে ধরে নিয়ে জাকারের ঘরের মধ্যে আটকে রেখে মারধর করে। পরে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম ও পাটিকেলবাড়ি পুলিশ ফাড়ির এএসআই সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দিপ্তীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয় প্রতিপক্ষ জাকার বলেন তিনি তার নিজের জমির মাটি কেটে রাস্তা তৈরী করছিলেন। ওই মহিলাকে কোনো মারধর করা হয়নি বলে তিনি দাবী করেন।
ঘটনার বিষয় জানতে চাইরে ইউপি সদস্য তরিকুল বলেন জাকার ওই মহিলার ভাসুরের কাছ থেকে জমি ক্রয় করার পর থেকে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছে। উভয় পক্ষের মধ্যে একাধিক মামলাও চলমান রয়েছে বলে ইউপি সদস্য জানান।

Comment here