জাতীয়

বিদ্যুৎ থাকবে না’ এমন প্রচারণা স্রেফ গুজব: বিদ্যুৎ সচিব

দেশব্যাপী ৩ দিন বিদ্যুৎ থাকবে না এবং সেই সময়ের মধ্যে মাথা কেটে নেবে’, এমন গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস।

পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে জনগণকে সচেতন হওয়ার কথা বলতে গিয়ে এই গুজবের প্রসঙ্গ তোলেন তিনি।

ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের উৎপাদিত ৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ এবং সরকারের সংস্থাগুলোর সাথে ২২ বছরের চুক্তি সই অনুষ্ঠানে সচিব এ কথা বলেন।

এদিন বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানিয়েছেন আহমদ কায়কাউস।

তিনি বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে দেশে বিদ্যুৎ থাকবে না। এটা পুরোপুরি গুজব। চাহিদার বিপরীতে গতকাল ১১ হাজার ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। কোথাও লোডশেডিং ছিল না। আজ (বুধবার) বা আগামীকাল বা অন্যান্য দিনও চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন হবে। দেশে বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না। আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না।’

গুজব রটনাকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান সিনিয়র সচিব।

Comment here