বিশেষ প্রতিবেদন

জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

বিশেষ প্রতিবেদক: ৬৫ দিন নিষেধাজ্ঞা থাকার পর আজ থেকে সাগরে মাছ ধরছেন উপকূলীয় অঞ্চলের জেলেরা। সকাল থেকে নৌকা ভর্তি করে ইলিশ মাছ নিয়ে পিরোজপুরের পাড়েরহাট ও বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরছেন জেলেরা। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে প্রচুর মাছ ধরা পড়ায় খুশি তারা। এদিকে, অবরোধ চলাকালে ভারতীয় জেলেরা মাছ না ধরলে ইলিশের পরিমাণ আরো বেড়ে যেত বলে দাবি উপকূলের জেলেদের।

গভীর সমুদ্রে চলা গত ৬৫ দিনের অবরোধে অচল হয়ে পরা মৎস্য অবতরণ কেন্দ্রটি আজ সচল হয়েছে। অবরোধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেসব জেলেরা সাগরে ছুটে গিয়েছেন তাদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আজ সকালেই ট্রলার ভর্তি মাছ নিয়ে অবতরণ কেন্দ্রে এসেছেন তারা। এখন মৎস্যজীবীদের হাঁক ডাকে মুখরিত মৎস্য অবতরণ কেন্দ্রটি।

মৎস্যজীবীদের অভিযোগ গত দুই মাস ধরেই এমন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়েছে। যা ধরে নিয়ে গেছে ভারতীয় জেলেরা। গভীর সমুদ্রে এমন মাছ ধরার পরিমাণ অব্যাহত থাকলে পিরোজপুরের পাড়েরহাট, বরগুনা, পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্রগুলো মাছে ছয়লাব হয়ে যাবে।

Comment here