আইন ও আদালত

ভান্ডারিয়ার মাদক মামলায় এক পালাতক আসামীর দশ বছরের কারদন্ড

ভান্ডারিয়া প্রতিনিধি | পিরোজপুরে একটি আদালত মাদক মামলায় এক পালাতক আসামীকে দশ বছরের সশ্রম কারদন্ড এবং বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের করাদন্ডের আদেশ দিয়েছে। বুধবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মোঃ ইকবাল মল্লিক জেলার ভান্ডারিয়া উপজেলার লক্ষীপুরা গ্রামের মৃত রুস্তুম মল্লিকের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবারণে জানা যায়, ২০১০ সালের ৭ অক্টোবর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার তৎকালীন ওসি মোঃ কামরুজ্জামান তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বিভিন্ন থানার পনেরটি (১৫) মামলার আসামী মো. ইকবাল মল্লিককে তিনশত পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। এ ব্যাপারে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধিত ২০০৪) এর ১৯ (১) টেবিল ৯ (খ) ধারায় ভান্ডারিয়া থানায় ওই মামলাটি দায়ের করা হয় ।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম এবং আসামী পক্ষে ছিলেন এ্যাড.আহসানুল কবীর বাদল।

Comment here