ব্রেকিং নিউজ

পিরোজপুর কলাখালীতে খেয়ার ভাড়া দ্বিগুণ নেয়াতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ যাত্রী ও এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধিঃ
পিরোজপুর জেলা সদরের ৪ নং কলাখালী ইউনিয়নের কলাখালী-চাঁদকাঠি খেয়া পারাপারে দ্বিগুণ ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া ওগেছে।দেখার কেউ নেই।
কোভিড-১৯ একটি মহামারি আকারে সারা বিশ্বে যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সকলের মাঝে একটি আতংকের সৃষ্টি করে; ঠিক তখনই কলাখালীর খেয়ার মালিক স্বাস্থ্যবিধি মানার নাম করে জন প্রতি ৫ টাকার ভাড়া ১০ টাকা এবং মোটর সাইকেল প্রতি ৩০ টাকার ভাড়া ৫০ টাকা নিচ্ছেন। শুধু তাই নয়, খেয়া পারাপারে কোন স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা বরং পূর্বের চেয়ে আরো অধিক যাত্রী পার করে এই খেয়াটি। উক্ত খেয়ার মালিক পূর্বের নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন অথচ খেয়াতে যাত্রী নেয়ার কমতি নেই।
এ খেয়া পার হয়ে স্বরূপকাঠি, ইন্দেরহাট, ভান্ডাতলাসহ নদীর ওপারের-এপারের লোকজন প্রতিনিয়ত পিরোজপুর সদরের এবং স্বরূপকাঠির, ইন্দেরহাটের উদ্দেশ্যে যাতায়াত করছেন। ওই খেয়ার মাধ্যমে শত শত মোটর সাইকেলসহ অনেক দিন মজুর প্রতিনিয়ত নদী পার হচ্ছেন। প্রতিনিয়ত ওই খেয়া দিয়ে শত শত দিন মজুর সহ অন্যান্য গরীব লোকজন নদী পার হয়।

Comment here