পিরোজপুর সদর

পিরোজপুরে মা ইলিশ রক্ষায় পুলিশ ও মৎস্য বিভাগের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ

মা ইলিশ রক্ষায় পিরোজপুরে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে পুলিশ প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার রাতভর পিরোজপুরের কঁচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান এর নেতৃত্বে, এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল, জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা অংশ নেয়।
এ সময় নদী থেকে অবৈধ ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে সেগুলো কুমিরমরা ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জাল থেকে প্রাপ্ত বেশ কিছু ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়। তবে অভিযান চলাকালে কোন জেলেকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান,মা ইলিশ সংরক্ষণের জন্য সরকার ঘোষিত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিনের এ নিষেধাজ্ঞা যাতে যথাযথভাবে পালন করা হয় । এজন্য মৎস্য বিভাগের পাশাপাশি পুলিশ প্রশাসনও সচেষ্ট ভূমিকায় রয়েছে।

Comment here