নাজিরপুর

নাজিরপুরে স্বামীর বিরুদ্ধে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

নাজিরপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে স্বামীর বিরুদ্ধে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নাদিরা বেগম (২৬) নামের ওই গৃহবধু উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের মধ্য রঘুনাথপুর গ্রামের নুর মোহাম্মাদ শেখের মেয়ে ও একই ইউনিয়নের চররঘুনাথপুর গ্রামের গাউস শেখের স্ত্রী। সোমবার দুপুরে তার লাশ পিতার বাড়িতে দাফন করা হয়।
নিহতের বড় ভাই মো. সিরাজুল ইসলাম শেখ জানান, তার ছোট বোন নাদিরার সাথে গত প্রায় ১০ মাস আগে স্থানীয় চর রঘুনাথপুর গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে গাউস শেখের সাথে বিয়ে হয়। নাদিরা ঢাকার একটি গার্মেন্টস এ কাজ করতো। আর এ সুবাধে তার কাছে প্রায় ১০ লাখ টাকা ছিলো। বিয়ের পর ওই টাকা দিয়ে গাউস ঢাকার গাবতীতে ফলের ব্যবসা শুরু করেন। গত শনিবার রাতে নাদিরা তার স্বামীর কাছে কিছু টাকা চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় স্বামী গাউস তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। এতে গুরুতর আহত হলে হাসপাতলে নেয়ার পথে ওই রাতে তার মৃত্যু হয়। এ খবর নাদিরার স্বামীর ফুফাতো ভাই মাহাবুব খান পরের দিন রবিবার দুপুরে আমাদের ফোনে জানান। সে সময়ই আমরা ঢাকায় গিয়ে তার লাশ গতকাল সোমবার সকালে নিয়ে আসি। এ ব্যাপারে রোববার রাতে ঢাকার গাবতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করি। তার মাথায় আঘাত ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক ও তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোন সাক্ষাৎকার নেয়া সম্ভব হয় নি।

Comment here