নাজিরপুর

নাজিরপুরে ত্রাণ চাওয়া নিয়ে হামলায় নারীসহ আহত ৭

নাজিরপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে ত্রাণ চাওয়া নিয়ে হামলায় ২ নারীসহ ৭ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার দীর্ঘা ইউনিয়নের ৭ নম্বর ছৈলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় স্থানীয় ওয়াজেদ আলীর স্ত্রী সুফিয়া বেগম(৪৫), কদম আলী শিকদার(৫৫), শহীদ হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার(২২), সিরাজ উদ্দিন বেপারীর স্ত্রী ফুল মালা বেগম(৬০), রাজু শিকদার(৫০), রফিক বেপারী(৫০) ও আব্দুল আজিজ বেপারী(৬০) আহত হয়েছেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গুরুতর আহত সুফিয়া বেগম বলেন, রাতে স্থানীয় ইউপি সদস্যর কাছে সরকারি আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে জানতে চাইলে এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায় তার লোকজন হামলা করলে আমরা কয়েকজন আহত হই।
স্থানীয়রা জানান, ওই ইউপি সদস্য সম্প্রতি স্থানীয়দের সরকারি ঘরসহ বিভিন্ন সাহায্য দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। পরে সরকারি অনুদানের টাকা দেওয়ার তালিকায় স্বজনপ্রীতি করেছেন।
হামলায় আহত কদম আলী শিকদার বলেন, ইউপি সদস্য মন্টু এদবরের ৫০/৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ঢুকে আমাদের ওপর হামলা করে। এতে আমরা ৭ জন আহত হই।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য মন্টু এদবর ওই হামলায় ৪/৫ জন আহতের কথা স্বীকার করে বলেন, ওই এলাকার জাহাঙ্গীর হোসেন শিকদারের নাম সরকারি অনুদানের তালিকায় না থাকায় শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় স্থানীয় রফিকের চায়ের দোকানের সামনে সে আমার ওপর হামলা করে। এ নিয়ে রাতে সালিশ বৈঠক হয়। এসময় সেখানে থাকা আমার লোকজনের ওপর স্থানীয়রা হামলা করে। ওই সময় অন্ধকারের মধ্যে কারা কাদের ওপর হামলা করেছে তা আমার জানা নেই।
তিনি আরো বলেন, ওই আর্থিক অনুদানের তালিকা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের লোকজন করেছেন। আমি তালিকার ব্যাপারে কিছু জানি না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারী বলেন, বিষয়টি শুনে সেখানে গিয়েছিলাম। ২/১দিনে মধ্যে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টির মীমাংসা করে দেব।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comment here