ইন্দুরকানী

ত্রাণ নয়, শক্তিশালী বাঁধ চান কচা তীরের মানুষ

ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় আম্পানের ছোবলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কচা নদীতীরের বাসিন্দারা। ঝড়ে বিধ্বস্ত হয়েছে তাদের ঘরবাড়ি, ভেঙে গেছে বেড়িবাঁধ। গত আট দিনে কোনো সরকারি সহায়তা পাননি তারা। এখন নিজেরাই থাকার ঘর মেরামত করছেন। তবে তাদের দাবি-‘ত্রাণ নয়, তারা চান শক্তিশালী বেড়িবাঁধ।’
আম্পানে উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত কচা তীরবর্তী টগড়া গ্রামে গিয়ে দেখা যায়, বেড়িবাঁধ একেবারে নদীর সঙ্গে মিশে গেছে, ঘরগুলো বিধ্বস্ত অবস্থায় রয়েছে।
গ্রামের বাসিন্দা গনি হাওলাদার বলেন, ‘মোর সবই বইন্যায় লইয়া গেছে। থাহার মতো ঘরও নাই। এহন বউ পোলাপান লইয়া থাহার লাইগ্যা নিজেরাই ভাঙ্গা ঘর জোড়াতালি দিতেছি। মোরা রিলিফ চাই না, বান (বাঁধ) চাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা নেওয়া হয়েছে। তারা সহায়তা পাবেন।

Comment here