জানা-অজানা

চলে গেলেন ঋষি কাপুর, রেখে গেলেন ‘ক্যারিয়ার জয়ী’ সাফল্য

অনলাইন ডেস্কঃ
ঋষি কাপুর। বলিউডের ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য চরিত্রে। বলা চলে সিনেমার জন্যই যেন জন্ম হয়েছিলো তার। কখনো প্রেমিকের চরিত্রে, কখনোবা আবার ‘বড়লোকের বেটা’ হিসেবে দেখা গেছে তাকে। বলিউডে তিনি এসেছেন রাজার হালে, গেলেনও সেভাবেই। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভারতের মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালের আইসিইউতে এই অভিনেতা ৬৭ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘ সময় বলিউডে অভিনয়ের সাথে যুক্ত কাপুর পরিবারের সদস্য ছিলেন ঋষি কাপুর।

১৯৭৩ সালে কিশোর প্রেমের গল্প নিয়ে তৈরি ‘ববি’ সিনেমায় মূল চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে আগমন হয় তার। দুই দশকের বেশি সময় ধরে বহু সিনেমায় রোমান্টিক নায়ক হিসেবে অভিনয় করেছেন তিনি। পরে বহু সিনেমায় সফলভাবে চরিত্রাভিনেতা হিসেবে অভিনয় করেছেন তিনি। ১৯৭০ সালে বাবা রাজ কাপুরের সিনেমা ‘মেরা নাম জোকার’-এ শিশু অভিনেতা হিসেবে বলিউড অভিষেক হয় তার। তার ছেলে রনবীর কাপুরও গত এক দশকের বেশি সময় ধরে বলিউডের সিনেমায় অভিনয় করছেন।
২০১৮ সালে ঋষি কাপুরের দেহে ক্যান্সার শনাক্ত হয়। এরপর নিউ ইয়র্কে এক বছর চিকিৎসা নেয়ার পর গত সেপ্টেম্বরে ভারতে ফেরেন। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া কে তার ভাই রানধির কাপুর জানান বুধবার শ্বাস প্রশ্বাসে সমস্যা শুরু হলে তাকে হাসপাতালে নেয়া হয়।

১৯৭৭ সালে কাদের খানের লেখা কাহিনী অবলম্বনে নির্মিত হয় ‘অমর আকবর এন্টনি’ নামের সিনেমাটি। এ সিনেমায় অমিতাভ বচ্চন, শাবানা আজমি, ভিনোদ খান্নাসহ অনেকেই অভিনয় করেছেন। ১৯৮২ সালের সিনেমা ‘ইয়ে ওয়াদা রাহা’ একটি মিউজিকাল রোমান্স। এর কেন্দ্রীয় চরিত্রে ঋষি অভিনয় করেছেন। এ সিনেমাটি সংগীত পরিচালনা করেছেন আরডি বর্মণ।

১৯৮৫ সালে নির্মিত ‘সাগর’ সিনেমাটিকে ক্লাসিক একটি প্রেমকাহিনী হিসেবে বিবেচনা করা হয়। ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এ সিনেমায় ঋষির সহ-অভিনেতা ছিলেন কামাল হোসেন ও ডিম্পল কাপাডিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন রমেশ সিপ্পি। ‘নাসিব’ (১৯৮১) সিনেমাটির কথা বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে ঋষি কাপুরের ক্যারিয়ারে। এ সিনেমাটিতে লটারি জিতে জীবনের কী পরিবর্তন হয় এবং জীবন কোথায় গিয়ে ঠেকে তা দেখানো হয়েছে। এই সিনেমাটির নির্মাতা মনমোহন দেশাই। অভিনয়ে রিশির সঙ্গে ছিলেন, অভিতাভ বচ্চন, শত্রুঘন সিনহা প্রমুখ।

‘হাম কিসিসে কম নেহি’ সিনেমাটি ঋষি কাপুর অভিনিত সিনেমাগুলোর অন্যতম। একশন কমেডি ঘরানার সিনেমাটি রিলিজ পায় ১৯৭৭ সালে। এর পরিচালনায় ছিলেন নাসির হুসাইন। স্মাগলারের পুত্রের চরিত্রে ভালোই মানিয়েছে ঋষি কাপুরকে।একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক যিনি হিন্দি চলচ্চিত্রে কাজের জন্য সুপরিচিত ছিলেন ঋষি কাপুর। দার সম্পর্কে আরো জানা য়ায়-

১৯৭০ সালে তার পিতার চলচ্চিত্র মেরা নাম জোকারে শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জিতে নেন। এরপর ববি চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সাথে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং ১৯৭৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ৯২টি রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন যেখানে ৪১টি চলচ্চিত্রে সহ-তারকাদের সমন্বয় ছিল। বাকী ৫১টি চলচ্চিত্রের মধ্যে মাত্র ১১টি চলচ্চিত্রে তিনি সফলতা পান। ১৯৭৩ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তার সহধর্মীনি নীতু সিং এর বিপরীতে মোট ১২টি চলচ্চিত্রে এক সাথে কাজ করেন।

== চলচ্চিত্র (১) ববি ১৯৭৩ (২) চান্দিনী ১৯৮৯ (৩) দিওয়ানা ১৯৯২ (৪) নাগীনা ১৯৮৬ (৫) কাপুর এন্ড সন্স ২০১৬ (৬) মেরা নাম জোকার ১৯৭০ (৭) আমার আকবর এন্টনী ১৯৭৭ (৮) প্রেম রোগ ১৯৮২ (৯) দা বডী ২০১৯ (১০) প্রেম গ্রান্থ ১৯৯৬ (১১) কার্জ ১৯৮০ (১২) হিনা ১৯৯১ (১৩) লাইলা মাজনু ১৯৭৬ (১৪) মুল্ক ২০১৮ (১৫) ১০২ নট আউট ২০১৮ (১৬) কাভী কাভী ১৯৭৬ (১৭) আ আব লট চালে ১৯৯৯ (১৮) অগ্নীপথ ২০১২ (১৯) নসীব ১৯৮১ (২০) দামিনী ১৯৯৩ (২১) লাভ আজ কাল ২০০৯ (২২) বানজারান ১৯৯১ (২৩) সারগম ১৯৭৯ (২৪) বোল রাধা বোল ১৯৯২ (২৫) এ ভাদা রাহা ১৯৮২ (২৬) কুলি ১৯৮৩ (২৭) বেসরম ২০১৩ (২৮) জাব তাক হে জান ২০১২ (২৯) স্টুডেন্ট অফ দা ইয়ার ২০১২ (৩০) হাউস ফুল টু ২০১২ (৩১) ফানা ২০০৬ (৩২) আজুবা ১৯৯১ (৩৩) সাগর ১৯৮৫ (৩৪) হাম তুম ২০০৪ (৩৫) দুনীয়া ১৯৮৫ (৩৬) নিগাহে ১৯৮৯ (৩৭) দারার ১৯৯৬ (৩৮) নামস্তে লনডন ২০০৭ (৩৯) নসীব আপনার আপনা ১৯৮৬ (৪০) শীসনাগ ১৯৯০ (৪১) সানাম রে ২০১৬ (৪২) ইয়ারানা ১৯৯৫ (৪৩) ডি ডে ২০১৩ (৪৪) দুছরা আজমী ১৯৭৭ (৪৫) অল ইজ ওয়েল ২০১৫ (৪৬) সিন্দুর ১৯৮৭ (৪৭) সাজন কা ঘার ১৯৯৪ (৪৯) হাম কিছিসে কম নেহি ১৯৭৭ (৪৯) পাতিয়ালা হাউস ২০১১ (৫০) ইনা মীনা ডিকা ১৯৯৪ (৫১) দো দোনি চার ২০১০

Comment here