মানবতা

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে

জুবায়ের জনিঃ
আজ যে শিশু, আগামী দিনের সে নাগরিক। তাই শিশুর মধ্যেই নিহিত আছে জাতির অনাগত ভবিষ্যৎ। আমরা জানি,’শিশুরাই জাতির ভবিষ্যৎ’ আজকের প্রজন্ম আগামী দিনের জাতির কর্ণধার। সে কারণে যুগে যুগে, দেশে দেশে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশে এখনও এই প্রয়াস অব্যাহত রয়েছে। আছে শিশুকাল থেকে মানবিকতা আর মানুষ মানুষের জন্য শিক্ষাগ্রহণ।
তেমনি কালেক্টরেট স্কুল এন্ড কলেজ,পিরোজপুর এর প্লে থেকে ৫ম শ্রেণির এই নয় শিক্ষার্থী ৯ ক্ষুদ্র শিক্ষার্থী মানবিকতার একটি দৃষ্টান্ত স্থাপন করলো। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নতুন পোশাক না কিনে ১০ হাজার ২০০ টাকা বৈশ্বিক মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় শিশুদের সাহায্যে আজ রোববার জেলা প্রশাসক মহোদয়ের ত্রাণ তহবিলে দান করলেন।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন কোমলমতি শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
টাকা হস্তান্তরের সময় পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাদিরুল মুক্তাদির এবং শিক্ষা প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিবাবকরা উপস্থিতি ছিলেন।

Comment here