ইন্দুরকানী

ইন্দুরকানীতে স্কুুলছাত্রকে পিটিয়ে ফেলে রাখা হলো ডোবায়

ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুলছাত্র মোহাম্মদ হাসান সরদারকে (১১) পিটিয়ে ডোবার মধ্যে ফেলে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাসান উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের আলমগীর সরদারের ছেলে ও বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। আহত হাসানকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান শিশুটির চাচা এবাদুল সরদার রাহাত।
জানা যায়, শুক্রবার দুপুরে হাসান ও যুবায়ের ডোবায় মাছ ধরতে যায়। এ সময় হাসানের হাতে থাকা মাছ ধরার কোচের আঘাত লাগে যুবায়েরের চোখে। এ নিয়ে শিশু যুবায়ের বাড়িতে গিয়ে তার মামা কবির সরদারকে (৩২) নালিশ দেয়। পরে কবির ক্ষিপ্ত হয়ে হাসানকে পিটিয়ে আহত করে একটি ডোবায় ফেলে রাখে। পরে খোঁজাখুঁজির সময় শিশুটির মা রোখসানা বেগম বাড়ির পাশের ভ্যানচালক দুলাল ফরাজীর ঘরের পাশে ডোবার মধ্যে হাসানকে পড়ে থাকতে দেখেন। পরে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

Comment here