ইন্দুরকানী

ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধের জেরে দিন-দুপুরে ইজারাদারকে পিটিয়ে হত্যা

ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সালাম জমাদ্দার ( ৭০) নামে ঘাটের এক ইজারাদারকে দিন-দুপুরে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আজ শনিবার দুপুরে উপজেলার কলারণ জমাদ্দার হাটবাজারের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কলারণ গ্রামের কলারণ- সন্নাসীঘাটের ইজারাদার সালাম জমাদ্দার খেয়াঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় বাবুল জমাদ্দারের নের্তৃত্ব একই গোষ্ঠির ১২ থেকে ১৪ জন লোক দা-লাঠি নিয়ে প্রথমে সালাম জমাদ্দারকে পিটিয়ে-কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে সালামের দুই ছেলে আলামিন ও আবু বক্করসহ স্বজনরা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকেরা। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর এক চিকিৎসক এসে সালাম জমাদ্দারকে মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবীবুর রহমান জানান, জমিজমা নিয়ে সালাম জমাদ্দারের সাথে বাবুল জমাদ্দার গ্রুপের দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে বাবুল জমাদ্দারের লোকজন সালাম জমাদ্দারকে পিটিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

Comment here