নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, ঐক্য পরিষদ, পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার কদমতলা জর্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার সাহা (৫৯) শনিবার রাত ২’৩৭মি:এর সময় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে রোগে নিজ শহরের রাজারহাটের বাসভবনে মৃত্যু বরণ করেন। তিনি জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি প্রয়াত গৌরাঙ্গ সাহার ছেলে। গৌতম কুমার সাহার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের বাড়ি সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোলা গ্রামে।
শিক্ষক গৌতম কুমার সাহার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
Comment here