স্বরূপকাঠি প্রতিনিধিঃ
পিরোজপুরের স্বরূপকাঠীর ইন্দেরহাট বন্দরের ওষুধ ব্যবসায়ী মো. মামুন মিয়াকে হত্যায় জড়িত সন্দেহে এহসানুল হক আশা (৪৮) ও মোস্তাফিজুর রহমান রিপন(৪৬) নামে দুইজনকে আটক করেছে নেছারাবাদ থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ এ আটকের তথ্য নিশ্চিত করেছেন।
অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, আমরা মামুন হত্যায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছি এবং তদন্ত চলছে। আশা করছি জড়িত সবাইকে সময়মত আটক করা সম্ভব হবে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।
আটককৃত এহসানুল হক আশা (৪৮) ফজলুল ফজলুল হকের ছেলে ও মোস্তাফিজুর রহমান রিপন(৪৬) চাঁন মিয়ার ছেলে তারা উভয়ই উপজেলার সোহাগদল ইউনিয়নের বাসিন্দা।
স্বরূপকাঠীতে মামুন হত্যায় জড়িত সন্দেহে আটক ২

Comment here