নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুর শহরতলীর খাল থেকে উদয় কর্মকার নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৮ বছর। উদয় জেলা শহরের ম্রী দূর্গা জুয়েলার্সের কারিকর বাবুল কর্মকারের ছেলে। তার বাসা শহরের উকিল পাড়ায়। বুধবার সন্ধ্যার কিছু পর কুমারখালী-রায়েরকাঠি সড়কের জেয়দেবিতলা নামক স্থানের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত থেকে উদয় নিঁখোজ ছিল বলে পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান।
তিনি আরো জানান,শহরের উত্তর শিকারপুর এলাকার কুমারখালী আলিয়া মাদ্রাসার সামনের খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ খাল থেকে মরদেহটি উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হেয়েছে এবং এ বিষয়ে তদন্তে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে বলে তিনি জানান।
Comment here