নিজস্ব প্রতিবেদকঃ
করোনা পরিস্থিতিতে পিরোজপুরের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সামাজিক দুরত্ব বজায় রেখে এক অনুষ্ঠানের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় প্রধানমন্ত্রীর এ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এসময় জেলার ২৯ সাংবাদিককে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট দুই লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাব সদস্যসহ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুরে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ

Comment here