নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরে করোনা পরিস্থিতিতে অসহায় ক্রীড়া সংগঠক ও ক্রিকেট খেলোয়াড়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সহযোগিতায় গতকাল বুধবার দুপুরে ১০০ অসহায় ক্রীড়া সংগঠক ও ক্রিকেট খেলোয়াড়দের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি,জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি শাহজাহান খান তালুকদার, অতিরিক্ত সাধারণ সম্পাদক সাদেক আহমেদ,সদস্য গৌতম রায় চৌধূরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খাদ্য সহায়তা পেলো পিরোজপুরের অসহায় ক্রীড়া সংগঠক ও ক্রিকেট খেলোয়াড়রা

Comment here