নিজস্ব প্রতিবেদকঃ
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন,নারীর ক্ষমতায়ন এখন দৃশ্যমান। দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, জাতীয় সংসদের স্পীকারও নারী। তাই নারী সমাজকেও উদ্যোক্তা হতে হবে। ডিজিটাল বাংলাদেশে উদ্যোক্তাদের জন্য সাফল্য রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে এক সময় বড় ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন,দারিদ্র্যতা দূরীকরণে সরকারের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দারিদ্র্যকে জাদুঘরে পাঠিয়ে দেয়া হবে। তাই শিক্ষিত যুবকদের শিল্প উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হতে হবে। উদ্যোক্তা হলে আপনি অন্যদেরকে সুপ্রতিষ্ঠিত করতে সহযোগিতা করতে পারবেন।
মন্ত্রী শ ম রেজাউল করিম শনিবার রাতে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেশীয় পণ্যের সপ্তাহব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) প্রতিষ্ঠান এর আঞ্চলিক পণ্য মেলার সমাপনী অনুষ্ঠঅনে এসব কথা বলেছেন। এসএমই ফাউন্ডেশনের আয়োজন করেছিল এ মেলার।
জেলা প্রশাসক আবু আলী মো.সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহনকারী ক্ষুদ্র ও মাঝারী প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
নারীর ক্ষমতায়ন এখন দৃশ্যমান, দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, জাতীয় সংসদের স্পীকারও নারী, তাই নারী সমাজকেও উদ্যোক্তা হতে হবে।……শ ম রেজাউল করিম।

Comment here