রাজনীতি

পিরোজপুরে বিভিন্ন দাবি আদায়ে খেতমজুর সমিতির সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ
গ্রামীণ কর্মসূচি ও প্রকল্পের টাকা লুটপাট বন্ধ, পল্লী রেশনিং চালু, চিনি-লবণ ও তেলের দাম কমানো, খাসজমি ও পুকুর প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টনসহ বিভিন্ন দাবি নিয়ে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে জেলা খেতমজুর সমিতির পঞ্চম সম্মেলন।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর শহরের টাউন ক্লাব মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন খেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. সোহেল আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা খেতমজুর সমিতির আহবায়ক ডা. তপন বসু, জেলা কমিউনিস্ট পার্টিও সভাপতি অ্যাড. দীলিপ পাইকসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
নেতারা বলেন, বাংলাদেশের প্রায় ছয় কোটি মানুষই খেতমজুরসহ গ্রামীণ মজুর। সংখ্যাগরিষ্ঠ এই বৃহৎ অংশ সমাজে সবচেয়ে শোষিত,বঞ্চিত ও অত্যাচারিত। তাদের সারা বছর কাজ ও ন্যায্য মজুরির নিশ্চয়তা নেই। তাই আমাদের খেতমজুর সমিতির সংগ্রাম চলছে ভাত, কাজ ও জমির নিশ্চয়তার জন্য।

Comment here