কাউখালী

কাউখালীতে ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২০১৯ উপলক্ষ্যে আজ বুধবার সকালে কাউখালী থানা সম্মুখে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) কাজী শাহনেওয়াজ পিপিএম (সেবা), উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরত জাহান, কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব, কামরুজ্জামান তালুকদার সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ
পিরোজপুর জেলার পুলিশ সুপার বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং আইনশৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ হয় সেই দিকে নজর রাখবে আইনশৃংখলায় নিয়োজিত সকল আইনশৃংখলা বাহিনীর সদস্য।

Comment here