নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরে মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মঠবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. হেমায়েত উদ্দিন তার বাড়ির সব ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন। এ বিষয়ে তিনি সম্প্রতি তার ফেসবুকে পেজে ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাস আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন লিখেছেন, ‘পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে নবীনগর এলাকায় আমার ‘ইহান ভিলা’ নামে একটি কলোনি আছে। যেখানে দীর্ঘদিন যে সমস্ত ভাইয়েরা আমার ভাড়াটিয়া হিসেবে বাড়ি ভাড়া দিয়ে আসছেন বর্তমানে করোনা ভাইরাস মহামারির কারণে ও আপনাদের কথা চিন্তা করে মার্চ মাসের বাড়ি ভাড়া মওকুফ করে দিলাম’।
এ ব্যাপারে হেমায়েত উদ্দিন বলেন, আমার ওই বাড়িতে ১১টি পরিবার থাকেন। করোনা ভাইরাস পরিস্থিতিতে ভাড়াটিয়াদের সার্বিক সমস্যার কথা চিন্তা করে তাদের ভাড়া মওকুফ করে দিয়েছি।
ইহান ভিলার ভাড়াটিয়া বেল্লার হোসেন জানান, বাড়ির মালিক হেমায়েত উদ্দিন একজন জনদরদী। তার এমন উদ্যোগে আমরা তার কাছে কৃতজ্ঞ।
করোনা: মঠবাড়িয়ায় বাড়ি ভাড়া মওকুফ করলেন আ’লীগ নেতা

Comment here