মঠবাড়িয়া

মঠবাড়িয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় সবুজ মিয়া (২২) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বুখাইতলা বান্দবপাড়া এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত সবুজকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত সবুজ বুখাইতলা বান্দব পাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে যুবলীগ কর্মী সবুজ বাজার সংলগ্ন একটি পুকুর পারে বন্ধুদের সাথে কথা বলছিল। এসময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ কয়েকজন ডেকে নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশী অস্ত্র দিয়ে তার মাথায় ও পিঠে উপর্যুপরি কোপ দেয়। এসময় সবুজের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করে।
মঠবাড়িয়া থানার উপ-পুলিশ পরিদর্শক জাহিদ হাসান জনান, হামলার ঘটনা শুনেছি । লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comment here