অনলাইন ডেস্কঃ
এবারের এসএসসি’র ফলাফলে পাসের হারে এগিয়ে বরিশাল বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলা। এ জেলার পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ। গত বছরও পিরোজপুর জেলা পাসের হারে শীর্ষে ছিল। অপরদিকে এ বছরও ফলাফলে সর্বনিম্নে অবস্থান রয়েছে ভোলা জেলা এবং গত বছরের তলানিতে থাকা ঝালকাঠি জেলা ফলাফলে উন্নতি ঘটিয়ে এবার চতুর্থ স্থানে অবস্থান করছে।
বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম স্থানে থাকা পিরোজপুর জেলায় ২৪৪টি বিদ্যালয়ের ১৩ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ১১ হাজার ১৩৫ জন। পাসের মধ্যে ছেলে ৫ হাজার ২৭ জন ও মেয়ে ৬ হাজার ১০৮ জন। এ জেলার পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পটুয়াখালী জেলা। পাসের হার ৮৩ দশমিক ২০ শতাংশ। এ জেলায় ২৫৭টি বিদ্যালয়ের ২১ হাজার ৬৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৫ জন। এর মধ্যে ছেলে ৯ হাজার ৩১৩ জন ও মেয়ে ৮ হাজার ৬৯২ জন।
অপরদিকে গত বছরের দ্বিতীয় স্থানে থাকা বরগুনা জেলা একধাপ নীচে এবারে তৃতীয় অবস্থানে রয়েছে। এবছরে এ জেলার ১৫১টি বিদ্যালয়ের ১২ হাজার ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ৮০ জন। পাসের মধ্যে ছেলে ৪ হাজার ৯০১ জন ও মেয়ে ৫ হাজার ১৭৯ জন। এ জেলার পাসের হার ৮৩ দশমিক ১৪ শতাংশ।
গত বছরের তলানিতে থাকা ঝালকাঠি জেলা এবারে চতুর্থ স্থানে রয়েছে। এ জেলায় এবারের পাসের হার ৭৯ দশমিক ৫৫ শতাংশ। এবছর এ জেলায় ১৭০ স্কুলের ১০ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট পাস করেছে ৮ হাজার ৩৬৮ জন। যার মধ্যে ছেলে ৩ হাজার ৬৯৯ ও মেয়ে ৪ হাজার ৬৬৯ জন।
অপরদিকে পঞ্চম স্থানে রয়েছে বরিশাল জেলা। এ জেলায় ৪১৬ টি বিদ্যালয়ের ৩৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৮ হাজার ৮৫২ জন। পাসের মধ্যে ছেলে ১৩ হাজার ১২৪ জন ও মেয়ে ১৫ হাজার ৭২৮ জন। এ জেলার পাসের হার ৭৬ দশমিক ৭৪ শতাংশ।
এছাড়া সর্বনিম্নে ৬ষ্ঠ স্থানে থাকা ভোলা জেলায় এবারে পাসের হার ৭৬ দশমিক ১৮ শতাংশ। এ জেলায় ১৯৪টি বিদ্যালয়ের ১৭ হাজার ২৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩ হাজার ১৭৬ জন। পাসের মধ্যে ছেলে ৬ হাজার ৯৭১ জন ও মেয়ে ৬ হাজার ২০৫ জন।
Comment here