অপরাধনেছারাবাদ/স্বরূপকাঠি

স্বরূপকাঠীতে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার

স্বরূপকাঠী প্রতিনিধিঃ
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে মিজানুর রহমান সিকদার (৪০) ওরফে হাতকাটা মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিকৃত ছবি তৈরি করে ফেসবুকে অপপ্রচার করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে শুক্রবার তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
মিজান উপজেলার আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে। সে পেশায় নামমাত্র একজন কাঠ ব্যবসায়ী। মিজান সরকারের বিরুদ্ধে উস্কানিমুলক ফেসবুক পোস্ট দিতেন নিজের আইডিতে। তার অব্যাহত বিকৃত পোষ্টগুলো স্থানীয়দের নজরে এলে তা প্রশাসনকে জানানো হয়। পুলিশ খবর পেয়ে ইদিলকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
স্বরূপকাঠী থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন বলেন, আসামী মিজান পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকা থেকে পালানোর চেষ্টা করে। মোবাইল ট্রাকিং এর মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১,২)/২৯(১,২)/ ৩১(১,২) ধারায় তার বিরুদ্ধে মামলা রজু করা করে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

Comment here