মঠবাড়িয়া

মঠবাড়িয়া উপজেলাকে বুধবার থেকে পুরোপুরি লক ডাউন ঘোষণা

মঠবাড়িয়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রামন থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাকে নিরাপদ রাখতে আজ বুধবার থেকে মঠবাড়িয়ার পুরো উপজেলাকে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন৷
গতকাল মঙ্গলবার উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ি িআজ বুধবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ উপজেলাটি লকডাউনের আওতায় থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়৷ আজ উপজেলার বান্ধবপাড়া, ঝাউতলা, বাবুরহাট, মাছুয়া ফেরিঘাট, ভগিরথপুর বাজার, দাউদখালি নতুনবাজার, কুমিরমারা বাজার, দধিভাংগা এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ প্রবেশ পথের বর্ডারগুলোকে সীল করা হবে৷
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক পয়েন্টে প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ২ জন আনসার সদস্য ও ২ জন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে। তাদের সাথে প্রতিটি পয়েন্টে ১ টি স্প্রে মেশিন থাকবে। যাতে মঠবাড়িয়াতে প্রবেশকারীদের জীবানুমুক্ত করে প্রবেশে করানো যায়৷

এর আগে করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে ও জনসমাগম রোধে মঠবাড়িয়ার দুটি স্থানে লকডাউন করা হয়। পৌরসভায় অহরহ যানবাহন প্রবেশ বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস থানা পুলিশ এর সহায়তায় মিরুখালী রোড এবং বহেরাতলা ব্রিজটি বাঁশের বেড়া দিয়ে আটকিয়ে দেন।
এদিকে মঠবাড়িয়া-পাথরঘাটা বর্ডার ব্রীজ সিএন্ডবি নামক জায়গায় পাথরঘাটা থানা পুলিশ রাস্তা ব্লক করে দিয়েছেন। প্রশাসন এর গাড়ি, ত্রাণবাহী গাড়ি, কাচামালবাহী গাড়ি,ঔষধ কোম্পানির গাড়ি ও এম্বুলেন্স ব্যাতিত সকল ধরনের যানবাহন পাথরঘাটায় প্রবেশ নিষিদ্ধ করে রেখেছেন পাথরঘাটা প্রশাসন।
উল্লেখ্য করোনা মোকাবেলায় দেশকে আংশিক বা পুরোপুরি লক ডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Comment here