ব্রেকিং নিউজ

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুবার্ষিকীতে শরণখোলায় স্মরণসভা

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতাঃ
মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) জিয়াউদ্দিন আহম্মেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শরণখোলা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুক্তিযুদ্ধে মেজর (অব.) জিয়াউদ্দিনের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণকরেন বক্তারা।

গত রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব কনফারেন্স রুমে ক্লাবের সভাপতি বাবুল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ খালেক খান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ রশিদ আকন, শরণখোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহম্মেদ মুক্তা, রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ গাজী, আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম কালাম, তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মেসবাহ উদ্দিন খোকন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক জিয়াউল হাসান তেনজিন প্রমুখ।

Comment here