নাজিরপুর

বাবাকে হত্যার পর এবার ছেলেকেও হত্যার চেষ্টার অভিযোগ

নাজিরপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের কারণে প্রায় এক বছর আগে নিজ গৃহে খুন হন সিদ্দিকুর রহমান। এর পরেও নিহতের পরিবারটিকে বসতভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যে কয়েক দফায় আক্রমন করে প্রতিপক্ষরা। নিহত সিদ্দিকুর রহমানের ছেলে সোহেল ও ভাই নজরুল হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে সম্প্রতি প্রতিপক্ষরা হামলা করে গুরুতর জখম করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি। এ ব্যাপারে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহত সিদ্দিকুর রহমানের ছেলে সোহেল (২৮) বলেন, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর আমার পিতা উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুনিরাবাদ গ্রামে নিজ বসত ঘরে খুন হন। জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরেই তিনি খুন হয়েছেন বলে দাবী করেন নিতের ছেলে সোহেল। তিনি আরো বলেন, প্রতিবেশী ছত্তার হাওলাদারের ছেলে আল-আমিন ও হাসান এবং শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে মাসুমদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারা বিভিন্ন সময় আমাদেরকে হত্যার হুমকি দিত। তারাই বাবাকে হত্যা করেছে। এছাড়া চলতি বছরের ১৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার সময় আমাদের বাড়ীর নিকটে আয়নালের চায়ের দোকানের সামনে আমাকে একা পেয়ে উল্লেখিত প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্যে আমার ওপর আক্রমণ করে। তখন আমার ডাক-চিৎকারে আমার চাচা নজরুল ঘটনাস্থলে আসলে তাকেও বেদম পারপিট করে। এতে আমরা দু’জনই গুরুতর জখমপ্রাপ্ত হই। আমার চাচা নজরুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু আমরা চিকিৎসা শেষে বাড়ী আসার পরে মামলা তোলার জন্য বিবাদীরা আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে।

Comment here