খেলাধুলা

ফাইনালে পিরোজপুরের মুখোমুখি মঠবাড়ীয়া

জুবায়ের জনিঃ

পিরোজপুর জেলা স্টেডিয়ামে মাদক বিরোধী পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ২য় সেমি ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভান্ডারিয়া উপজেলাকে টাই ব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে মঠবাড়ীয়া উপজেলা। এদিকে ১ম সেমি ফাইনালে টান টান উত্তেজনার ম্যাচে ইন্দুরকানী  উপজেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় এ আসরের হট ফেবারিট পিরোজপুর সদর উপজেলা।

গত ২১ অক্টোবর  পিরোজপুর জেলা স্টেডিয়ামে ” ফুটবল খেলতে মাঠে চলি, মাদককে না বলি” শ্লোগানে  পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ শুরু হয়। পিরোজপুর সদর, নাজিরপুর, নেছারাবাদ,কাউখালি,ভান্ডারিয়া,ইন্দুরকানি ও মঠবাড়ীয়া উপজেলা এবং জেলা পুলিশ সহ মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

আগামী ০১ নভেম্বর ২০১৯ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি ঐ দিন এই  টুর্নামেন্টের সমাপনী ঘোষণা ও পুরষ্কার বিতরণ করবেন।

Comment here