কভিড-১৯ (করোনা)

পিরোজপুর জেলায় করোনায় আক্রান্ত ৮৬, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুর জেলায় নতুন করে আরও ৮ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে পিরোজপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৮৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৪ জন, ভান্ডারিয়া উপজেলায় ৩ জন এবং স্বরূপকাঠীতে (নেছারাবাদ) উপজেলায় ১ জন।
পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, পিরোজপুর জেলায় এ পর্যন্ত ১ হাজার ৪২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ ৮৬ জন। করোনা নেগেটিভ ৮৮০ জন। জেলায় করোনা পজেটিভ থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এখন পর্যন্ত ৪২৫টি নমুনার রিপোর্ট পাওয়া যায় নি। করোনা পজেটিভ থেকে জেলায় মৃত্যু হয়েছে দুইজনের।
জেলার ৭টি উপজেলার মধ্যে পিরোজপুর সদর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশী। এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৮ জন। এছাড়া জেলার ভান্ডারিয়া উপজেলায় ১৬ জন, মঠবাড়িয়া উপজেলায় ১৬ জন, ইন্দুরকানী উপজেলায় ১১ জন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৭ জন, নাজিরপুর উপজেলায় ৭ জন এবং কাউখালী উপজেলায় ১ জন করোনা আক্রান্ত।

Comment here