পিরোজপুর সদর

পিরোজপুরে মেলেনি মরদেহের পরিচয়, ব্যবস্থা নিচ্ছেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদকঃ

পিরোজপুর জেলা হাসপাতালে পড়ে থাকা অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তাই আইন অনুযায়ী জেলা প্রশাসকের মাধ্যমে মরদেহ শেষকৃত্য করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের মো. সাজ্জাদ হোসেন। এর আগে বুধবার রাত ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিন্দু সম্প্রদায়ের ওই ব্যক্তি।
পিরোজপুর সদরের ডুমরিতলা শ্রীগুরু আশ্রমের সাধারণ সম্পাদক শংকর দেবনাথ জানান, ৬ অক্টোবর থেকে এক অজ্ঞাত ব্যক্তি আশ্রমে আশ্রয় নিয়ে থাকতে শুরু করেন। বুধবার রাতে ওই ব্যক্তি অসুস্থ হলে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন ডুমরিতলা আশ্রমের পরিচালনা কমিটির কর্মকর্তারা। রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরো জানান, জীবিত থাকার সময় তার পরিচয় জানতে চাইলে তিনি কিছুই বলেননি। তারা ভেবেছিলেন লোকটি মানসিক ভারসাম্যহীন।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইসতিয়াক আহমেদ জানান, রাতে অজ্ঞাত ব্যক্তিকে ভর্তির পর রাত ১২ টায় মারা যান। ওই ব্যক্তি স্টোকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল আরো বলেন, এখনো মরদেহের পরিচয় শনাক্ত করতে পারিনি। লোকটি ‍বৃদ্ধ। পরিচয় পেলে স্বজনদের কাছে হস্তান্তর করা যেত। এছাড়া সুরতাহাল তৈরি শেষে মরদেহ মর্গে পাঠানো হয়।

Comment here