পিরোজপুর সদর

পিরোজপুরে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিনিধিঃ
সারাদেশের মতো পিরোজপুরেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা। গত কয়েক সপ্তাহ ধরে পিরোজপুরে ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করেছেন চিকিৎসকেরা। এদের মধ্যে অনেকেই ভালো হয়ে বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি রয়েছে ৯ জন রোগী। সনাক্ত হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন বলে জানিয়েছেন তাদের স্বজন ও চিকিৎসকেরা। তবে ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে, হাসপাতালে এসে যথাযথভাবে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এছাড়া রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনসহ সিভিল সার্জনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

Comment here