পিরোজপুর সদর

পিরোজপুরে বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে মানববন্ধন

পিরোজপুরে বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ ও স্থাপিত মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা। আজ মঙ্গলবার সকালে শহরের পুরতন বাস স্টান্ড এলাকায় পৌরসভার ৬ নং ওয়ার্ডেও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আনোয়ারুল কবির সিকদার, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি খালিদ আবু, জেলা ব্যবসায়ী সমিতির সদস্য মো: ফারুখ শেখ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: হান্নান শেখ, পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্নয়ক মো: হাসিবুল ইসলাম হাসান, গ্রাহক আবু বক্কর, মো: চাঁন মিয়া হাওলাদার সহ এলাকাবাসী।
এসময় বক্তারা বলেন, সরকারের ভাবমূর্তি নষ্টের জন্য ওজোপাডিকোলি এর কতিপয় অসৎ কর্মকর্তা ডিজিটালের নামে সাধারন গ্রহকদের হয়রানি করছে। প্রি-পেইড মিটারে কি ধরনের জালিয়াতি হচ্ছে তার প্রমাণ মিলবে শুধুমাত্র মিটার ভাড়া আদায় সংক্রান্ত বিষয়টিকে ঘিরেই। কেননা কতোদিন পর্যন্ত মিটার ভাড়া নেওয়া হবে তা নির্দিষ্ট করে কোথাও বলা নেই এমনকি মিটারের দামও বলা হয়নি। এতে পিরোজপুরের প্রি-পেইড মিটার গ্রাহকরা শঙ্কিত। পুরনো মিটারটি খুলে যখন নতুন প্রি-পেইড মিটার লাগানো হয়েছিল তখন বলা হয়েছিল মিটারের জন্য কোনো মূল্য দিতে হবে না। এখন মিটার ক্রয় বাবদ প্রতি মাসে টাকা কেটে নিচ্ছে। তাই এই প্রি-পেইড মিটার বন্ধ করে ডিজিটাল মিটার প্রতিস্থাপনের দাবী জানান বক্তারা।

Comment here