পিরোজপুর সদর

পিরোজপুরে পিআইবির অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুর জেলার সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।
জেলার প্রবীণ সাংবাদিক মাহামুদ হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য ও দৈনিক যুগান্তরের বিশেষ সংবাদদাতা শেখ মামুনুর রশিদ, পিআইবির প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন, নিউইয়র্ক টাইমস’র স্ট্রিংগার জুলফিকার আলী মানিক, বাসস’র পিরোজপুর প্রতিনিধি গৌতম চৌধুরী ও সাংবাদিক রেজাউল ইসলাম শামীম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ।
পিরোজপুর শহরের ৪০ জন সাংবাদিকের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন-বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনা, বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ ও নিউইয়র্ক টাইমস’র স্ট্রিংগার জুলফিকার আলি মানিক।
এদিকে, বিকেলে পিআইবির আয়োজনে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় তিন দিনের সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণ নেন।
রোববার (২২ সেপ্টেম্বর)পিরোজপুরের কাউখালী, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও ইন্দুরকানী উপজেলার সাংবাদিকদের নিয়ে বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

Comment here