পিরোজপুর সদর

পিরোজপুরে নাগরিক অধিকার বিষয়ক সতেজীকরণ এর ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ পিরোজপুরে নাগরিক অধিকার বিষয়ক সতেজীকরণ ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পিরোজপুরের সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) এর আয়োজনে বে-সরকারী উন্নয়ন সংস্থা শারি ও রয়েল বেঙ্গল ফাউন্ডেশন এর সহোযোগীতায় ডাক দিয়ে যাই এনজিওর প্রশিক্ষণ সেন্টারে ২০ ও ২১ জানুয়ারী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা সুনামের সহ-সভাপতি, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ.কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্প কর্মকর্তা নাসরিন সুলতানা। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শারির এডভোকেসী সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু। এ সময়ে আরো বক্তব্য রাখেন শারির প্রকল্প সমন্বকারী বিষ্ণুপদ দাস, এডভোকেসী অফিসার শান্তানু দাশ, পিরোজপুর সুনাম কমিটির সদস্য পলাশ মিস্ত্রী, প্রিয়াংকা দাস, বাগেরহাট সুনাম কমিটির সদস্য মিতা নূর প্রমূখ। নাগরিক অধিকার বিষয়ক সতেজীকরণ ২দিন ব্যাপী প্রশিক্ষণটি সঞ্চালনা করেন রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্না। উক্ত প্রশিক্ষণে পিরোজপুর ও বাগেরহাট জেলার ৬ টি উপজেলা থেকে ২৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ প্রদান করা হয়।

Comment here