পিরোজপুর সদর

পিরোজপুরে করোনায় ক্ষতিগ্রস্থ পান চাষিদের আর্থিক সহযোগিতা দিয়েছে সিপিবি

নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ও বন্যার পানিতে পিরোজপুরে ক্ষতিগ্রস্থ হয়েছেন কয়েক’শ পান চাষী। ক্ষতিগ্রস্থ ও অসহায় এসব চাষীদের পাশে কেউ এগিয়ে না আসলেও তাদের আর্থিক সহযোগীতা দিয়ে পাশে দাড়িয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। শনিবার দুপুরে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ৩২জন চাষীর হাতে আর্থিক সাহায্য তুলে দেন সিপিবি’র জেলা কমিটির সাবেক সভাপতি ডা. তপন বসু।
এসময় সিপিবি’র নেতা ডা. তপন বসু বলেন, দেশ আজ দূর্নীতিতে আক্রন্ত। এই করোনার মহামারীতেও গরীব, শ্রমিক ও কৃষকদের পাশে নেই সরকার। ক্ষতিগ্রস্থ চাষীরা পাচ্ছে না তাদের ফমলের ন্যায্য মূল্য বা সরকারি কোনো সহযোগিতা। তাই কমিউনিস্ট পার্টির দাবি অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সিপিবি’র সদস্য স্বপন চক্রবর্তী, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক খ,ম মিরাজ, ছাত্র ইউনিয়েনের সাবেক সভাপতি অভিক বসুসহ ৫০জন পান চাষীগন । ৩২জন চাষীর হাতে ১৬ হাজার টাকা সাহায্য করা হয়।

Comment here