কভিড-১৯ (করোনা)

পিরোজপুরে একদিনে করোনায় আক্রান্ত ২১ঃ মোট আক্রান্ত ১২৭ঃ মঠবাড়িয়ার একটি এলাকা রেড জোন

নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ২১ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে। মঙ্গলবার (১৬ জুন) পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ২১ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ভাণ্ডারিয়া উপজেলায় ৯ জন, মঠবাড়িয়া উপজেলায় ৮ জন, সদর হাসপাতালে একজন, পিরোজপুর সদর উপজেলায় ২ জন, স্বরূপকাঠি উপজেলায় একজন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২৭ জন। এ পর্যন্ত এই রোগে আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পিরোজপুর সদর উপজেলায় একজন, নাজিরপুর উপজেলায় একজন এবং স্বরূপকাঠি উপজেলায় একজন মারা গেছেন।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন এক লিখিত পত্রে জানান জেলার মঠবাড়িয়ার পৌরসভার ৯ নং ওয়ার্ডের থানা পাড়া এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছেন।
এদিকে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন না করার অপরাধে জেলায় আজ ১৬/০৬/২০২০ ভ্রাম্যমাণ আদালত ৩১ টি মামলায় ২২,৭০০টাকা জরিমানা আরোপ করেছে।

Comment here