ব্রেকিং নিউজ

পিরোজপুরেও ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছেঃ মারা গেছে ১ জন

নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন এলাকার ন্যায় পিরোজপুরেও ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার পর্যন্ত জেলায় ৫ রোগীর সন্ধান মিলেছে। মঙ্গলবার পিরোজপুর জেলা হাসপাতালে সদর উপজেলার হরিনা গাজীপুর গ্রামের জাবের হোসেন (২৫) ও পুখুরিয়া গ্রামের কাজী ইমরান হোসেন (২৭) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ দু’জন সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে এসেছেন। কাউখালিতে সোহেল (১৮) নামের একজনের মৃত্যু খবর পাওয়া গেছে।
এদিকে, গত কয়েক দিনে পিরোজপুরের ৪টি উপজেলায় ৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯ জুলাই নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার বুইচাকাঠি গ্রামের আলম হাওলাদার (৫০) নামের এক ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ২২ জুলাই নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার রাহুততলা গ্রামের নুর ইসলাম (৬৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। গত সোমবার তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে যান।
মঙ্গলবার সকালে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার সবুজ নগর গ্রামের নুরনবী (২৫) ভর্তি হন। ডেঙ্গু রোগ শনাক্ত হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে কাউখালিতে সোহেল (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত সোহেল পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গোসনতারা এলাকার আদম আলীর ছেলে। তিনি সোমবার বরিশাল শেবাচিম হাসপাতালে গুরুত্বর অসুস্থ্য হয়ে ভর্তি হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন।
পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও নিজাম উদ্দিন জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন এলাকার ন্যায় পিরোজপুরেও ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার পর্যন্ত জেলায় ৫ রোগীর সন্ধান মিলেছে। মঙ্গলবার পিরোজপুর জেলা হাসপাতালে সদর উপজেলার হরিনা গাজীপুর গ্রামের জাবের হোসেন (২৫) ও পুখুরিয়া গ্রামের কাজী ইমরান হোসেন (২৭) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ দু’জন সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে এসেছেন। কাউখালিতে সোহেল (১৮) নামের একজনের মৃত্যু খবর পাওয়া গেছে।
এদিকে, গত কয়েক দিনে পিরোজপুরের ৪টি উপজেলায় ৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯ জুলাই নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার বুইচাকাঠি গ্রামের আলম হাওলাদার (৫০) নামের এক ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ২২ জুলাই নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার রাহুততলা গ্রামের নুর ইসলাম (৬৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। গত সোমবার তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে যান।
মঙ্গলবার সকালে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার সবুজ নগর গ্রামের নুরনবী (২৫) ভর্তি হন। ডেঙ্গু রোগ শনাক্ত হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে কাউখালিতে সোহেল (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত সোহেল পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গোসনতারা এলাকার আদম আলীর ছেলে। তিনি সোমবার বরিশাল শেবাচিম হাসপাতালে গুরুত্বর অসুস্থ্য হয়ে ভর্তি হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন।
পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও নিজাম উদ্দিন জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Comment here