নাজিরপুর

নাজিরপুরে কলেজের কাজ শুরুর আগেই বরাদ্দ উত্তোলন

নাজিরপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে একটি কলেজের উন্নয়ন কাজ শুরুর আগেই তার বরাদ্দ উত্তোলন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা কলেজে। জানা গেছে, উপজেলার ওই কলেজের মাঠ ভরাটের জন্য ২০১৯-২০ অর্থবছরে কাবিখা (কাজের বিনিময় খাদ্য) কর্মসূচির ১০ টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়। আগামী ৩০ জুনের মধ্যে ওই কাজ শেষ করে বরাদ্দ উত্তোলনের নিয়ম থাকলেও কাজ শুরুর আগেই ওই প্রকল্প সভাপতি কলেজ অধ্যক্ষ নিখিল আচার্য ১৯ ফেব্রুয়ারি দুই টন ও ৪ মে পাঁচ টন করে সাত টন খাদ্যশস্য উত্তোলন করেন।
অভিযোগ রয়েছে, ওই অধ্যক্ষ এর আগে কলেজের একাধিক উন্নয়নমূলক বরাদ্দ উত্তোলন করে তা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে ওই কলেজের অধ্যক্ষ বলেন, দু’একদিনের মধ্যে কাজ শুরু করা হবে। তবে তিনি আগের বরাদ্দ আত্মসাতের কথা অস্বীকার করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাসানাত ডালিম জানান, ওই কাজের তদারকির দায়িত্ব আমার থাকায় অধ্যক্ষকে একাধিকবার কাজ শুরু করতে বললেও তিনি তা করেননি। বরং নিয়ম ভঙ্গ করে কাজ শেষ করার আগেই বরাদ্দ উত্তোলন করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইস্রাফিল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে তাদের বরাদ্দ ফেরত চাওয়া হবে।

Comment here