জীবন যেখানে যেমন

দূ‌র্যোগ হরমুজ আলীর নিত্য সঙ্গী

আহাদ শিমুলঃ
ছেড়া কাপড়, সুপা‌রি পাতা আর প‌লি‌থিনের ছাউ‌নি দি‌য়ে অ‌ন্যের জ‌মি‌তে এক‌টি ঝুপ‌ড়ি ঘর বা‌নি‌য়ে থা‌কেন হরমুজ আলী। বর্ষায় ঝুপ‌ড়ি‌র মে‌ঝের মা‌টি কাদায় প‌রিনত হয়। সেখা‌নেই স্ত্রী‌কে নি‌য়ে কাদা পা‌নি‌তে মি‌শে থা‌কেন হরমুজ। সহায় সম্বল বল‌তে ‌নি‌জের বার্ধ‌ক্যে নু‌য়ে পড়া শরীর ছাড়া কিছুই নেই তার। হরমুজ আলীর পে‌টে নাই ভাত আর মাথার উপ‌রে নেই ছাদ। তাই ক‌রোনা দূ‌র্যোগকে তা‌র কা‌ছে নতুন কিছু ম‌নে হয় না। কারন দূ‌র্যোগ তার নিত্য দি‌নের সঙ্গী। ইন্দুরকানীর পত্তাশী গ্রা‌মের বা‌সিন্দা তিনি।
হরমুজ আলী অ‌ভি‌যোগ ক‌রেন, এক সময় তি‌নি মানু‌ষের বা‌ড়ি বা‌ড়ি গি‌য়ে কাঠ কে‌টে দি‌য়ে জী‌বিকা নির্বাহ কর‌তেন। তার ভাই ১ হাজার টাকার বি‌নিম‌য়ে তার আড়াই কাঠা জ‌মি টিপ সহি দি‌য়ে ভুল বু‌ঝি‌য়ে নি‌য়ে গে‌ছে। তার মাথা গোঁজার ঠাই নাই। না খে‌য়ে এই ঝুপড়ির ম‌ধ্যে মান‌বেতর জীবন যাপন কর‌তে হয় তা‌কে। কখনো অনাহা‌রে অর্ধাহা‌রে থাকতে হয় তাকে।

Comment here