পিরোজপুর সদর

উন্মুক্ত জলাশয়ে পিরোজপুর পুলিশের মাছের পোনা অবমুক্ত করন

নিজস্ব প্রতিবেদক:
পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম(বার) পিপিএম বলেছেন, বর্তামান সরকারের নানা মুখি পদক্ষেপ গ্রহনের ফলে বাংলাদেশ আজ বিশে^র ৪র্থ তম মাছ উৎপাদন কারী দেশে উন্নিত হয়েছে। আমরা অচিরেই মাছ রপ্তানী কারক দেশের তালিকায় নাম লেখাতে পারব এবং মাছে-ভাতে বাঙ্গালীর হারানো ঐতিহ্য ফিরে পাবো। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বেকুটিয়া পয়েন্টের কচাঁ নদীর পিরোজপুর অংশে রুই,কাতল ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় পিরোজপুরের পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন (নেছারাবাদ সার্কেল),অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাঈনুল হোসেন সহ জেলা পুলিশের কর্মকর্তা, সদর থানার অফিসার ইন চার্জ মো. জিয়াউল হক সহ পিরোজপুরের বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ জন উপস্থিত ছিলেন।

Comment here