রাজনীতি

আর্থিক লাভের জন্য এখন অনেকে রাজনীতি করেন: অনেকেই রাজনীতি করেন, ‘মঞ্চের পাশে এসে চেহারা দেখানোর জন্য—শামীম ওসমান

অনলাইন ডেস্কঃ

আর্থিক লাভের জন্য এখন অনেকে রাজনীতি করেন:  রাজনীতিতে বর্তমানে ত্যাগী নেতাদের সংখ্যা কমে আসছে। আর্থিকভাবে লাভবান হতেই অনেকে রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে শ্রমিক লীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদের স্মরণসভায় একথা বলেন তিনি। খারাপ মানুষের চাটুকারিতায় ভালোরা পিছিয়ে পড়ছেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, এখন অনেকেই রাজনীতি করেন, ‘মঞ্চের পাশে এসে চেহারা দেখানোর জন্য এবং সেই চেহারটাকে পরে পুঁজি করে নিজের অর্থিক মুনাফা কামানোর জন্য রাজনীতি করেন। রাজনীতিতে পকেট ভরার জন্যাই অনেকের সৃষ্টি হয়, পকেট খোলার জন্য কম মানুষ থাকে।’ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবীর মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Comment here