নিজস্ব প্রতিবেদকঃ
মেয়েটির নাম তাসমিয়া আক্তার তানিয়া।বয়স ৯বছর।পিরোজপুরের স্বরুপকাঠির ৩৭নং মাহমুদকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। শিশুটিকে তার সৎ ভাই মনির নানা বাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গত ১৩ সেপ্টেম্বর বরিশাল লঞ্চঘাট নিয়ে যায়। লঞ্চঘাট শিশুটিকে রেখে সৎ ভাই পালিয়ে যায়।
জানা যায়, তাসমিয়া আক্তার নামে চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে বরিশাল নদী বন্দরে রেখে পালিয়েছে তার সৎ ভাই মো. মনির। পরে তাকে উদ্ধার করে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠায় জেলা প্রশাসন।
পিরোজপুরের স্বরূপকাঠির ৩৭ নম্বর মাহমুদকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী তানিয়া। ৪ বছর আগে মা মারা গেলে বাবা আরেকটি বিয়ে করেন। সৎ মা আর সৎ ভায়ের সাথেই গ্রামের বাড়িতে থাকতো তানিয়া। শনিবার সকালে তানিয়াকে নানা বাড়ি সিলেট পাঠিয়ে দেয়ার কথা বলে সৎ ভাই মনির তাকে সড়ক পথে বরিশাল নদী বন্দরে এনে টিকেট কাটার নাম করে ফেলে রেখে পালিয়ে যায়। কিন্তু সকাল গড়িয়ে দুপুরেও ভাইয়ের কোন সন্ধান না পাওয়ায় শিশুটি নদী বন্দরে কাঁদতে থাকে। পরে সুমন নামে এক যুকব তাকে উদ্ধার করে। তানিয়া অভিযোগ, বাবা ঢাকা থাকায় প্রায়ই তার সৎ মা ও ভাই তাকে নির্যাতন করে। কারণে অকারণে মারধর করে।
সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা শিশুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায়। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, কুড়িয়ে পাওয়া শিশুটিকে শেখ রাসেল শিশু পুনর্বাসন ও প্রশিক্ষন কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তার ভরন পোষণ, লেখাপড়া এবং পুনর্বাসনের যাবতীয় ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। এতো প্রতিকূলতার মাঝেও তানিয়া পড়ালেখা করতে চায় বলেও জানান জেলা প্রশাসক।
Comment here