মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুর ডিবি পুলিশের একটি দল মঠবাড়ীয়া পৌরশহরে মহিউদ্দিন আহন্মেদ মহিলা কলেজের পিছনে কাদের মাওলানার বাড়ীর সামনে অভিযান চালিয়ে পিরোজপুর জেলার তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী একাধিক মাদক মামলার আসামী শাহীন রেজা(৪২) পিং নুরুল আমিন,সাং দঃমিঠাখালি, ছগিরুল ইসলাম(৪৫) পিং মৃঃ করিম খান সাং দঃ মিঠাখালি ১নং ওয়ার্ড উভয় থানা মঠবাড়ীয়া, পিরোজপুর দ্বয়কে ৪০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাজা সহ বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে মাদক আইনে মামলা সহ মঠবাড়িয়া থানায় সোপর্দ্দ করা হয়েছে বলে ওসি নূরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হবে ।
এ অভিযানের নেতৃত্ব দেন এস আই,দেলোয়ার হোসাইন জসিম, এএসআই ওয়ালিইল্লাহ, কনস্টবল রাজ্জাক,হাবিব,রেজোয়ান ও মামুন।
মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা ও গাজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Comment here