মঠবাড়িয়া

মঠবাড়িয়া ভাইয়ের মেয়েকে ধর্ষণ ও হত্যার অপরাধে চাচাকে মৃত্যুদন্ড

মঠবাড়িয়া প্রতিনিধিঃ
মঠবাড়িয়া উপজেলায় আপন ভাইয়ের কিশোরী মেয়েকে ধর্ষণের পর হত্যার দায়ে চাচাকে মৃত্যুদ- দিয়েছেন পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত। বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. মিজানুর রহমান। এসময় তাকে আরও ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়। দ-প্রাপ্ত আসামী হচ্ছেন মঠবাড়িয়া উপজেলার নলি তুলাতলী গ্রামের আব্দুর রশিদের ছেলে নুর মোহাম্মদ (৪০)।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২১ মার্চ আসামী তার আপন ভাইয়ের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী আমেনাকে (১৪) ধর্ষণ করে হত্যার পর বাড়ির পাশের একটি খালে ফেলে দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে এবং থানায় একটি হত্যা মামলা দায়ের করে এবং নুর মোহাম্মদকে গ্রেফতার করে।
এ ঘটনায় পুলিশ আদালতে অভিযোগ পত্র দাখিল করার পর দীর্ঘ স্বাক্ষ্য প্রমানের পর আসামী দ-বিধির ১৬৪ ধারায় হত্যা ও ধর্ষণের ঘটনা স্বীকার করায় বিচারক এ রায় প্রদান করেন।
রাষ্ট্র পক্ষে নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইবুনালের পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা ও আসামী পক্ষে অ্যাডভোকেট কানাই লাল বিশ^াস এ মামলা পরিচালনা করেন।

Comment here